ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথমবারের মতো আইসিসি’র ইভেন্টে বাংলাদেশের দুই আম্পায়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
প্রথমবারের মতো আইসিসি’র ইভেন্টে বাংলাদেশের দুই আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল

আগামী ১৮ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এই টুর্নামেন্টে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসি’র কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার। 
 

বিসিবি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই দুই আম্পায়ার।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে যুবা টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ যাত্রা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।