ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ক্রিকেট দুনিয়াকে কড়া বার্তাই দিল বাংলাদেশ’  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
‘ক্রিকেট দুনিয়াকে কড়া বার্তাই দিল বাংলাদেশ’   .

চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। আর টাইগার যুবাদের দারুণ এ জয়ে কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় ধারাভাষ্যকার ও কোচরা শুভেচ্ছা জানিয়েছেন|

ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং থেকে শুরু করে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি, ভারতের ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপরা, এক সময়ের ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ভারতের সাবেক পেসার ইরফান পাঠানস, জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজয়ী বাংলাদেশ দলকে।

এবার যুবা টাইগারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সানা মির।

পাকিস্তানের এ উঠতি তারকা নিজের অফিসিয়াল টুইটারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নিয়ে লিখেন, ‘ক্রিকেট দুনিয়াকে এক কড়া বার্তাই দিল বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।