ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলগুলোকে সংবর্ধনা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলগুলোকে সংবর্ধনা ফটোসেশনে বিজয়ী দল। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্ট ২০১৯ এর বিজয়ী দলগুলোকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজ। রানারআপ হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবী আজ উন্নতির শীর্ষে চলে গেছে ঠিকই, তবে তা যেন মানুষ বসবাসের অনুপযোগী। নতুন শিশুরা এখানে যেন নিরাপদ নয়। নিরাপত্তাহীনতা, বৈষম্য, মাদকাসক্ততা বেড়ে গেছে বহুগুণে। পুঁজিবাদের বিশ্বে মানুষ প্রতিনিয়তই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে করোনা ভাইরাস সেই বিচ্ছিন্নতাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। সবকিছু বিশ্লেষণ করলে বোঝা যায়, মানুষের সভ্যতার ইতিহাস যেন এক ক্রান্তিকালে এসে পৌঁছেছে।

বিতর্ক নিয়ে তিনি বলেন, বিতর্কের যুক্তিতর্ক আমাদের সমাধান নয়, বিষয় বুঝতে সাহায্য করে। বিতর্কের সার্বিক সৌন্দর্য নান্দনিক আর এর যুক্তি হলো প্রাণ। এটি আমাদের চিন্তার শক্তিকে বিকশিত করে।

আয়োজনে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আয়োজনে উভয়েই বিতর্ক এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দুই দলকে দেড় লাখ টাকা করে তিন লাখ টাকা, রানারআপ দলকে ৫০ হাজার টাকাসহ উভয় দলকেই ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।