ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে ফেরার আশা ছাড়েননি জেসন রয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ৩, ২০২০
টেস্টে ফেরার আশা ছাড়েননি জেসন রয় জেসন রয়

ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় জানিয়েছেন, আবারও টেস্ট খেলার আশা ছাড়েননি তিনি। 

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন রয়। কিন্তু নিজের সর্বশেষ পাঁচ টেস্টে তার গড় ১৮.৭০।

যার কারণে বাদ পড়েন গত অ্যাশেজের ফাইনাল ম্যাচটিতে। এরপর রয়কে ছাড়াই সাদা পোশাকের কয়েকটি সিরিজ খেলে ইংল্যান্ড।  

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে রয়ের দীর্ঘদিনের ওপেনিং সতীর্থ রোরি বার্নসের সঙ্গে 
ব্যাটিংয়ে নামতে দেখা গেছে ডম সিবলি ও জ্যাক ক্রাউলিকে।

টেস্টে ফেরার ব্যাপারে আশাবাদী রয় বলেন, ‘টেস্ট ক্রিকেটে ফিরতে আমি কঠোর পরিশ্রম করছি। পুনরায় দলে ফিরতে আমি কঠোরভাবে চেষ্টা করে যাচ্ছি। ’ 

২৯ বছর বয়সী রয় ইংলিশদের ২০১৯ বিশ্বকাপ জয়ের অভিযানে ৬৩.২৮ গড়ে করেছিলেন ৪৪৩ রান।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।