গত মৌসুমে কেবল লা লিগা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বার্সাকে। এবার অবশ্য তারা চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দেখছে শেষ ষোলো থেকে লিভারপুলের বিদায় নেওয়ায়।
স্থগিত হওয়ার আগে লিগাতেও অবশ্য পয়েন্ট তালিকার সিংহাসন দখলের লড়াইয়ে ইঁদুর-বিড়াল খেলায় মেতে ওঠেছিল রিয়াল-বার্সা। তবে ফের লা লিগা শুরু হলে শীর্ষস্থানে থেকে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন কাতালানরা।
মধ্য জুনে ফের শুরু হতে পারে চলতি মৌসুমের লা লিগা। এমন আলোচনায় এখন চলছে ফুটবল দুনিয়ায়। সেই আশায় এই সপ্তাহে গ্রুপ অনুশীলনও শুরু করেছে বার্সা। কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে লিওনেল মেসি, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, সের্গি রবার্তো, জর্দি আলবা, লুইস সুয়ারেস, আর্তুরো ভিদাল ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান অনুশীলন করেছেন।
এই গ্রুপেরই এক তারকা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের ব্যাপারে বলেন, ‘এবার আমরা উভয় শিরোপাই জিততে পারি। এটি কেবল স্বল্প সময়ের। খেলায় দেড় মাস আমাদের শীর্ষে থাকতে হবে। ’
মেসিও জানেন যে, এটা তাদের সেরা এক সুযোগ। অনুশীলনেও বার্সা অধিনায়ককে উজ্জীবিত দেখা যাচ্ছে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৮, ২০২০
ইউবি