ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে পারে পর্তুগালে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ৪, ২০২০
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে পারে পর্তুগালে পর্তুগালের প্রেসিডেন্ট সৌসা

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সৌসা জানিয়েছেন, স্থগিত থাকা উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ধাপ হতে পারে পর্তুগিজদের মাটিতে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শেষ ষোলোর কিছু ম্যাচ বাকি থাকতে স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুম। ২০১৯/২০ মৌসুমের ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তানবুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।

তবে করোনার কারণে ভেন্যু পরিবর্তন করার পরিকল্পনা করেছে উয়েফা।

এছাড়া গুঞ্জন চলছে, প্রতিযোগিতা শেষ করার জন্য আগস্টে পর্তুগালে হতে পারে কোয়ার্টার-ফাইনালও।  

প্রেসিডেন্ট রেবেলো দে সৌসা বলেছেন, ‘আগস্টে আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে আমরা এখনও সুসংবাদ পেতে পারি। ’

বুধবার (০৩ জুন) একই কারণে স্থগিত থাকা পর্তুগালের শীর্ষ ফুটবল প্রিমেইরা লিগ পুনরায় শুরু হয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট আগে থেকে জানিয়ে দিয়েছেন, ক্লাবের সমর্থকদের স্টেডিয়ামে না যাওয়ার জন্য। অর্থাৎ ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে ম্যাচ হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।