ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনার মাঝে টি-২০ বিশ্বকাপের চিন্তা ‘অবাস্তব’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০২০
করোনার মাঝে টি-২০ বিশ্বকাপের চিন্তা ‘অবাস্তব’ ছবি:সংগৃহীত

চলমান করোনা পরিস্থিতির মাঝে এ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চিন্তা হবে ‘অবাস্তব’। এমনটিই জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস।

সূচী অনুযায়ী আগামী ১৮ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। আর টুর্নামেন্ট কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল ঠিক সময়ে আসরটি আয়োজন নিয়ে তারা পরিকল্পনা করছে।

তবে কোভিড-১৯ এর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখনও লকডাউন চলছে। ভ্রমণের ওপরও বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তাই এডিংস মনে করেন, বিশ্বকাপ নিয়ে শঙ্কা আছে।

এডিংস বলেন, ‘যদিও এখনও বিশ্বকাপ বাতিল বা স্থগিত করা হয়নি। তবে ১৬ দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আসরটির চিন্তা করাটা অবাস্তব ব্যাপার। কেননা বেশিরভাগ দেশই করোনা বিরুদ্ধে এখনও লড়ছে। ফলে এটা আসলে অনেক কঠিন একটা বিষয়। ’

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।