ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনার বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের সাব্বিরের স্যালুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
করোনার বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের সাব্বিরের স্যালুট সাব্বিরের ফেসবুক থেকে নেয়া ছবি।

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব বর্তমানের লড়ছে। মানুষের জন্য বেঁচে থাকাটাই এখন বড় একটা চ্যালেঞ্জ। বাংলাদেশও এখন লড়ছে করোনা ভাইরাস থেকে বাঁচতে। প্রতিদিনি হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। তাদের রক্ষা করতে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক সহ অনেক মানুষ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান সেইসব মানুষদের স্যালুট জানিয়েছেন।

সোমবার (০৬ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে যাওয়া এইসকল মানুষদের স্যালুট জানিয়েছেনে সাব্বির।

সাব্বির স্ট্যাটাসে লিখেন, ‘আপনি যা পারেন সেটা আপনার শক্তি নয় বরং লড়াই করে যাওয়াটাই আপনার শক্তি।

তাদেরকে স্যালুট জানাই যারা করোনার এই কঠিন সময়ে দেশকে রক্ষার জন্য লড়াই করছেন। ‘

বাংলাদেশে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬’শ ১৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুই হাজার ৯৬ জন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।