ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টটেনহ্যাম ফুটবলার সার্জ অরিয়ের ভাই গুলিতে নিহত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
টটেনহ্যাম ফুটবলার সার্জ অরিয়ের ভাই গুলিতে নিহত

দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন টটেনহ্যামের তারকা ফুটবলার সার্জ অরিয়েরের ভাই। ফ্রান্সের তুলুজের একটি নাইটক্লাবের বাইরে সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় ভোরে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। তবে হত্যাকারী এখনও ধরা-ছোঁয়ার বাইরে।

লে পয়েন্ট ও ইউরোপ ওয়ানের বরাতে জানা যায়, ২৬ বছর বয়সী ক্রিস্টোফার অরিয়েরের নিথর দেহ পাওয়ার পর তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানিয়েছে, তার পেটে গুলি করা অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

ক্রিস্টোফারের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তার এক বছরের বড় ভাই সার্জ লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলের জয় উদযাপন করছিলেন।

ক্রিস্টোফার নিজেও একজন ফুটবলার। তিনি ফরাসি পঞ্চম বিভাগের দল তুলুজ রোদেওর হয়ে খেলতেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।