ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ৭, ২০১৯
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক গেইল ক্রিস গেইল-ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপটি হতে যাচ্ছে ক্রিস গেইলের ক্যারিয়ারে শেষ বিশ্বকাপ। আর বিশ্বমঞ্চের এমন আসরে তারকা এ ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক করা হয়েছে। ফলে বিশ্বকাপে জেসন হোল্ডারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে অবশ্য হোল্ডারের সহকারী হিসেবে কাজ করছেন শাই হোপ। যেখানে স্বাগতিকরা ছাড়াও তৃতীয় দল হিসেবে রয়েছে বাংলাদেশ।

৩৯ বছর বয়সী গেইল ক্যারিবীয়দের এবারের বিশ্বকাপ দলে সবচেয়ে বয়স্ক ও সবচেয়ে অভিজ্ঞ। এখন পর্যন্ত ২৮৯ ওয়ানডে খেলে ১০ হাজারের ওপর রান তুলেছেন। ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৫ রান করেছিলেন, যা উইন্ডিজ কোনো ব্যাটসম্যানের মধ্যে সেরা।

বাঁহাতি এই ব্যাটসম্যান সর্বশেষ ২০১০ সালের জুনে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন।

আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। আর ৩১ মে ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ