ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর ব্যাপক সমালোনার মুখে পড়ে বাংলাদেশ দল। দলের সাবেক ক্রিকেটার ইস্তিয়াক আহমেদ মনে করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভাল ব্যাট করায় সুযোগ পায়নি বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিং নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা ঠিক ছিল প্রথমে ব্যাট করলে ইংল্যান্ডের পেসাররা উইকেটে থেকে বাড়তি সুবিধা পেতো। ফলে হিতে বিপরীত হতে পারতো। ’
বাংলাদেশ একাদশে রুবেল হোসেনকে রাখা প্রসঙ্গে ইস্তিয়াক আহমেদ বলেন, ‘আমার মনে হয় না রুবেলকে নিলেও কোন কাজ হতো। ওরা যেভাবে ব্যাট করেছে তাতে যেকোন বোলারের জন্যই বল করাটা কঠিন ছিল। ওদের ব্যাটসম্যাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ’
বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি ম্যাচ জিততে হবে। তিন ম্যাচ খেলে একটিতে জযের ফলে সেই কাজটা অনেকটাই কঠিন হয়ে গেছে টাইগারাদের জন্য। পরের ছয় ম্যাচে তাই ভুল করার সুযোগ নেই বাংলাদেশের জন্য।
আগামী মঙ্গলবার (১১ জুন) ব্রিসটলে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদশ সময়: ১৬০৮ ঘন্টা, জুন ০৯, ২০১৯
আরএআর/এমকেএম