>> দ্রুততম সময়ে ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেটে ‘ডাবল’র কীর্তি।
>> প্রথম অলরাউন্ডার হিসেবে র্যাংকিংয়ের শীর্ষে থেকে তিনটি বিশ্বকাপ খেলার রেকর্ড।
>> দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলে ১১ হাজার রানের মাইলফলক।
>> ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপ আসরে নিজেদের উদ্ধোধনী ম্যাচে হাফসেঞ্চুরি করলেন বিশ্বের এই সেরা অলরাউন্ডার।
>> মুশফিকুর রহিমের সঙ্গে ১৪২ রানের জুটি, যা বিশ্বকাপে যেকোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটি।
>> বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ।
>> তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক।
>> মাহমুদউল্লাহ’র পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি।
>> অলরাউন্ডার হিসেবে দ্রুততম সময়ে (২০২ ম্যাচে) ৬হাজার রান ও ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড।
>> প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রান।
>> একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান আর ৩০ উইকেটের কীর্তি।
>> তৃতীয় অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের এক আসরে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এর আগে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও যুবরাজ সিং এই কীর্তি গড়েছিলেন।
>> ভারতের যুবরাজ সিংয়ের (২০১১) পর বিশ্বকাপের এক ম্যাচে হাফসেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হওয়ার রেকর্ড।
>> প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ আসরে ৫ উইকেট নেওয়ার কীর্তি।
>> প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের তিন জয়ের ম্যাচের সবকটিতেই ম্যাচ সেরা।
>> বিশ্বকাপের এক আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০ রান ও অন্তত ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড।
>> চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান, ২৫০ উইকেট আর ৫০টি ক্যাচ নিয়ে অলরাউন্ডারদের অভিজাত তালিকায় যুক্ত হওয়া।
>> শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারাদের মতো লিজেন্ডদের পাশে নাম লিখিয়ে বিশ্বকাপে সর্বেোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা দশে প্রবেশ। সবমিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব এখন নবম স্থানে। সাকিবের মোট রান ২৯ ম্যাচে ১১৪৬।
>> প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার মাইলফলক। বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার এই কীর্তি আছে শচীন টেন্ডুলকার (৬৭৩), ম্যাথু হেইডেন ৬৫৯), ডেভিড ওয়ার্নার (৬৪৭) ও রোহিত শর্মারও (৬৪৮)।
>> প্রথম বাংলাদেশ হিসেবে এক আসরে ৫ ফিফটির পাশাপাশি ২ সেঞ্চুরির কীর্তি।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এমএইচএম