নারীদের অভিনয় করার সুযোগ নিয়ে কথা বলেন প্রবীণ অভিনেত্রী দিলারা জামান। তিনি বলেন, আমরা যখন ষাটের দশকে কাজ শুরু করি, তখনকার সঙ্গে আজকের সময়ের অনেক পার্থক্য।
তার মতে নারীরা এখনো সব বিষয়ে পুরো স্বাধীন না। তবে আগের তুলনায় দেশের নারীরা অনেক এগিয়ে গেছেন। তিনি বললেন, যে মেয়েটি অর্থনৈতিকভাবে স্বাধীন ও সক্ষম, তার মতামত পরিবারের কাছে যতটুকু গুরুত্ব পায়; অন্য ক্ষেত্রে তা কম দেখা যায়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীরা অন্যদের চেয়ে বেশি স্বাধীনতা পান।
শহরে কাজের সুযোগ অনেক বেশি থাকলেও গ্রামে এখনো সেভাবে নারীদের কাজের সুযোগ কম বলে মনে করেন দিলারা জামান। পাশাপাশি গ্রামের নারীদের নিরাপত্তা কম বলেও মনে করেন তিনি। নানা সময় পত্রিকায় নারীদের নির্যাতনের খবর দেখি। এখনো অনেক জায়গায় গ্রামের মেয়েরা নিরাপদে স্কুলে যেতে পারে না, পড়াশোনা করতে পারে না। গ্রামের ক্ষমতাবানদের হাতে নির্যাতিত হয়।
সবশেষে আশাবাদ ব্যক্ত করে দিলারা বলেন, ‘নারীর ক্ষমতায়নকে আমি সাধুবাদ জানাই। বহু বাধার মধ্যেও নারীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সেটা আসলেই অনেক ভালো লাগে। তবে আমি চাই, নারীদের যাতে আরও স্বাধীন ও নিরাপদভাবে কাজ করার সুযোগ তৈরি হয়। দেশের অর্থনীতিতে আরও অবদান রাখতে পারেন।
এসআইএস/