ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিরব-ইমনের প্রথম ছবি মুক্তি পাচ্ছে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১২
নিরব-ইমনের প্রথম ছবি মুক্তি পাচ্ছে

আরটিভি প্রযোজিত ‘এই তো ভালোবাসা’ ছবিটি গত রোববার আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। শাহীন কবির টুটুলের `এইতো ভালোবাসা` ছবিটি মূলত নিরব-ইমনের প্রথম অভিনীত ছবি।

গত বৃহস্পতিবার ছবিটি প্রদর্শন শেষে কোন দৃশ্য কর্তন না করেই ছবির সেন্সর সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

শাহিন কবীর টুটুলের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন নীরব, ইমন, সিদ্দিক, নিপুণ, ফারুক আহমেদ, শামীম, প্রবীর মিত্র, রেহানা জলি, মিজু আহমেদ এবং অতিথি চরিত্রে আলিশা প্রধান।

তিন বেকার যুবক নীরব, ইমন, সিদ্দিকের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে। সেই সঙ্গে উঠে এসেছে প্রেম এবং জীবনযাপন।

এ ছবিটি নিয়ে নিরব বাংলানিউজকে বলেন, `ইতমধ্যে আমাদের বেশ কিছু ছবিতে অভিনয়ে দেখা গেলেও
ইমন আর আমার প্রথম ছবি এটি। আর এরই মধ্যে ছবির গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি,ছবিটি দর্শকদের ভালো লাগবে। ’

ছবির সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান, আরফিন রুমী, তৌসিফ, জে কে ও অমিত। ৮ ফেব্রুয়ারি শাহীন কবির টুটুলের `এইতো ভালোবাসা` মুক্তি পাবে বলে পরিচালক সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১২
এমকে/জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ