ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অন্যান্য

মূল্যস্ফীতির আগুনে পানির পরিবর্তে তেল ঢালা হয়েছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, জানুয়ারি ১৯, ২০২৫
মূল্যস্ফীতির আগুনে পানির পরিবর্তে তেল ঢালা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হেসেন

ঢাকা: ২০০৯ থেকে ২০১৯ অর্থবছরে গড় জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ দেখানো হলেও বাস্তবে তা ৪ দশমিক ২ শতাংশ মিলেছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।  

‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সহায়তায় শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪।  

এসময় তিনি আরও বলেন, মূল্যস্ফীতির আগুন নেভাতে গিয়ে পানির পরিবর্তে তেল ঢালা হয়েছে। যার কারণে এটি সহনীয় পর্যায়ে আসেনি।  

বিশ্বব্যাংকের সাবেক এই মুখ্য অর্থনীতিবিদ বলেন, পর্যাপ্ত বিনিয়োগের অভাব, বৈশ্বিক বিপর্যয়, ভুলনীতি এবং মহামারির পরবর্তী প্রভাব বর্তমান অর্থনৈতিক মন্দার মূল কারণ।  

ড. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান অর্থনীতির ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান সরকারি ঋণ, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।