গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারা দেশে রেল যোগাযোগ অচল হয়ে যায়। ট্রেন চালানোর সঙ্গে যুক্ত কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
প্রায় ছয় মাস ধরে সুশীল সমাজের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। দেশে নানা রকম সমস্যা প্রতিদিন মাথাচাড়া দিয়ে উঠছে। ছয় মাসে বিভিন্ন যৌক্তিক-অযৌক্তিক দাবিতে ১৩৬টি আন্দোলনের ঘটনা ঘটেছে। আর এ সব কিছু সমাধানের ক্ষেত্রে এক ধরনের আড়ষ্টতা এবং অদক্ষতার পরিচয় দিচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। যার সর্বশেষ উদাহরণ হলো রেল ধর্মঘট। কিন্তু এই ধর্মঘট যে সহজেই রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতা দিয়ে সমাধান করা যায়, তা দেখিয়ে দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস। এ ঘটনা একটা জিনিস প্রমাণ করে, দেশ পরিচালনা করার কাজটা আসলে রাজনীতিবিদদেরই। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর ৮ আগস্ট জনগণের আশা-আকাক্সক্ষার প্রতীক হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। দীর্ঘ ১৩ বছরের রাজনৈতিক আন্দোলন এবং শেষ ৩৬ দিনে শিক্ষার্থীদের অকুতোভয় আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল। আর সে কারণেই সবাই আশান্বিত হয়েছিল, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সাম্যের, ঐক্যের এক তারুণ্যদীপ্ত বাংলাদেশ নতুন পথযাত্রা শুরু করবে। কিন্তু দিন যত যাচ্ছে সেই যাত্রাপথ বন্ধুর হয়ে যাচ্ছে। মানুষের আশাভঙ্গের বেদনা দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে।
এর কারণ কী? এর কারণ খুঁজতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো পর্যবেক্ষণ জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারে মাত্র তিনজন ছাত্র প্রতিনিধি আছেন। বেশির ভাগ উপদেষ্টাই বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সংস্থায় কর্মরত সুশীল সমাজের প্রতিনিধি। এজন্য অনেকে ঠাট্টা করে এই সরকারকে ‘এনজিও সরকার’ হিসেবেও ডাকেন। এই সরকারের একটা বড় দুর্বলতা দিক হলো হাতেগোনা কয়েকজন ছাড়া উপদেষ্টামণ্ডলীর কেউই সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তারা নিরাপদ দূরত্বে থেকে আন্দোলন দেখেছেন। এই আন্দোলনে যদি শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন না ঘটত তাহলে তাদের কোনো লাভ-ক্ষতি হতো না। ফলে উপদেষ্টাম লীর এই সদস্যরা একদিকে যেমন জনগণের আকাক্সক্ষাকে ধারণ করতে পারছেন না, অন্যদিকে বিপ্লবের অভিপ্রায় এবং বিপ্লবের স্বপ্নগুলোকেও প্রস্ফুটিত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আর সে কারণে এই সরকার মানুষের প্রত্যাশা পূরণে ক্রমাগত ব্যর্থ হচ্ছে। প্রতিদিন বিভিন্ন সংকট মাথাচাড়া দিয়ে উঠছে। দাবি-দাওয়া নিয়ে রাজপথ ঘেরাও হচ্ছে এবং এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে পুরো সমাজে। কিন্তু একটু যদি গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব, প্রত্যেকটি সংকটের সমাধান অঙ্কুরেই করা সম্ভব। আমরা যদি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কথাই ধরি, এই আন্দোলন শেষ করা যেত বহু আগেই। আওয়ামী লীগের আমলে দুইজন আওয়ামী পন্থি শিক্ষকের ব্যক্তিগত দ্বন্দ্বের জের হিসেবে সাত কলেজের শিক্ষার্থীদের বলির পাঁঠা বানানো হয়েছিল। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ স ম আরেফিন সিদ্দিকী আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদের ব্যক্তিগত বিরোধের জের হিসেবে সাত কলেজকে নিয়ে এই সংকট সৃষ্টি হয়। অন্তর্বর্তীকালীন সরকার এসে আগের সরকারের অনেক সিদ্ধান্ত বাতিল করেছে। কিন্তু এক্ষেত্রে কিছুই করা হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি একজন জ্ঞানী, বিচক্ষণ, সুশীল ব্যক্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব কতটুকু সুষ্ঠু এবং সঠিকভাবে পালন করতে পারছেন তা নিয়ে সবার প্রশ্ন রয়েছে। আর যে কারণেই এই সংকটকে তিনি উপেক্ষা করেছেন, পাত্তা দেননি। সুশীল স্টাইলে এর তাত্ত্বিক সমাধান খুঁজেছেন। আমলাদের ওপর নির্ভর করেছেন। ফলে সমস্যা রাজপথে গড়িয়েছে। পাঠ্যবই সংকট সমাধানের বিষয়টিকেও একইভাবে লেজে গোবরে করে ফেলেছেন এই উপদেষ্টা। প্রতিটি মন্ত্রণালয়ে এ ধরনের ব্যর্থতার ফিরিস্তি প্রতিদিন দীর্ঘ হচ্ছে। একজন উপদেষ্টা তো প্রাথমিক শিক্ষকদের সাফ বলে দিলেন, ‘না পোষালে অন্য চাকুরী দেখুন’। এটা কী কোনো অভিভাবক সুলভ কথা হতে পারে? মানুষ বিরক্ত। সংকট সমাধানের জন্য তাই রাজনৈতিক হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয়তা ক্রমশ তীব্রভাবে অনুভূত হচ্ছে। যার সর্বশেষ উদাহরণ হলো রেল রেলকর্মীদের ধর্মঘট। যদি শিমুল বিশ্বাস এগিয়ে না আসতেন তাহলে এই সংকটের সমাধান এত সহজে হতো না। আর এখান থেকেই একটা বোধোদয় সবার কাছে স্পষ্ট হয়েছে, তা হলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দেশে এক যুগ কোনো নির্বাচিত সরকার নেই। জনগণ অধিকার হারা। কিন্তু এই অনির্বাচিত সরকারের কিছু সুশীল উপদেষ্টারা নির্বাচনের কথা শুনলেই মুখ গোমড়া করেন কেন?- সে প্রশ্নের উত্তর তারাই হয়তো ভালো বলতে পারবেন। কিন্তু বিপুল জনপ্রিয়তা নিয়ে সরকার গঠনের পর এই সরকার দ্রুত জনআস্থা হারাচ্ছে। এবারই এটা প্রথম না। বাংলাদেশে সুশীল সমাজ বিভিন্ন সময়ে দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থ হিসেবে প্রমাণিত করেছেন। বারবার সুশীলরা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হন সেটি একটি বড় গবেষণার বিষয় হতে পারে। আমরা যদি এক/এগারোর কথাই ধরি। এক/এগারোতে একটি সংঘাতময় পরিস্থিতিতে সেনা সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওই সরকারের প্রধান দায়িত্ব ছিল দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সেটি না করে এক/এগারো সরকার বিরাজনীতিকরণের এজেন্ডায় মাঠে নামে। ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদদের ঢালাওভাবে চরিত্রহননের খেলায় মেতে ওঠে ওই সরকার। শুধু তাই নয়, তারা ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠনের জন্য কঠোর চেষ্টা করে এবং ড. ফখরুদ্দীনের সরকার জনআস্থা হারায়। সে কারণেই শেষ পর্যন্ত সুশীল নিয়ন্ত্রিত ওই সরকার ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। সুশীল অধ্যুষিত এক/এগারো সরকারের পুরো নিয়ন্ত্রণ ছিল প্রথম আলো, ডেইলি স্টার নিয়ন্ত্রিত বুদ্ধিজীবীদের হাতে। ‘গণতন্ত্র’ তাদের এজেন্ডা ছিল না। তারা চেয়েছিলেন বিরাজনীতিকরণ, দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে। আমরা একটু গভীরভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ঠিকুজি অনুসন্ধান করি, তাহলে দেখব, উপদেষ্টামণ্ডলীর মধ্যে একটি বড় অংশ আছেন, যাদের একমাত্র পরিচয় হলো তারা প্রথম আলো, ডেইলি স্টারে নিয়মিত কলাম লিখেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তাদের উল্লেখযোগ্য কোনো অবদান নেই। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এ সমস্ত সুশীলগণ প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপের বিরাজনীতিকরণ তত্ত্বের পৃষ্ঠপোষক এবং তল্পিবাহক। আর সে কারণেই বর্তমানে বিভিন্ন সমস্যাগুলো গভীর হচ্ছে বলে অনেকে মনে করেন। বাংলাদেশের সুশীল সমাজ যতক্ষণ পর্যন্ত নির্মোহ এবং নিঃস্বার্থভাবে দেশসেবা বা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ না করবেন, ততক্ষণ তারা সফল হবেন না। এখন এই সরকারের একটিই কাজ তা হলো, জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেওয়া। কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধ না হয়ে সুশীলরা যদি তাদের পুরনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার মাঠে নামেন, তা হলে তাদের পরিণতিও এক/এগারো সরকারের মতোই হবে।
রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদদের কাজ। তাদেরই সেটা করা উচিত। প্রত্যেক পেশার মানুষের নির্দিষ্ট পেশাগত দায়িত্ব এবং কর্মপরিধি রয়েছে। এই কর্ম পরিধির বাইরে গিয়ে যদি কেউ অন্য কাজ করে সেটি কখনোই ভালো ফল দেয় না। আমরা সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে তার প্রমাণ পেয়েছি। এ সময় দুর্নীতিবাজ, চাটুকার, দুর্বৃত্তরা রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। আওয়ামী লীগ ১৫ বছরে সব রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করতে চেয়েছে। সব রাজনৈতিক দলকে বিলোপ করতে গিয়ে তারা নিজেরাই এখন বিলুপ্ত। আওয়ামী লীগের শাসনামলে পুলিশের কতিপয় কর্মকর্তা আওয়ামী লীগ নেতার চেয়েও বড় আওয়ামী লীগের নেতা হয়ে উঠেছিলেন। আমলারা হয়ে উঠেছিলেন ‘আওয়ামী আমলা’। ফলে পুরো দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিভিন্ন পেশা থেকে বিভিন্ন মতলবে, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ক্ষমতার চারপাশে জেঁকে বসেছিলেন কিছু লুটেরা। ফলে রাজনীতিহীন হয়ে পড়েছিল দেশ। ২০১৪ ও ২০১৮ নির্বাচন যার একটি বড় প্রমাণ। সীমা লঙ্ঘন মারাত্মক পরিণতি বয়ে আনে। সবাইকে তার গ ীর মধ্যে থাকা উচিত। যার যেটুকু দায়িত্ব সেই দায়িত্ব পালন করা উচিত। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্ট থেকে সবাইকে শিক্ষা নিতে বলেছেন। ৫ আগস্টের সবচেয়ে বড় শিক্ষা হলো জোর করে ক্ষমতায় থাকলে করুণ পরিণতি বরণ করতে হয়। বাড়াবাড়ি যেই করুক তার ফল ভালো হয় না।
বাংলাদেশের সুশীল সমাজের একটি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। সুশীলরা হলেন জাতির বিবেক। তারা জাতির কণ্ঠস্বর হিসেবে জনগণকে পথ দেখাবে, ভালো-মন্দের পার্থক্য বলবেন এবং দেশ যেন সঠিক পথে থাকে সে জন্য রাজনীতিবিদদের পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। কিন্তু তা না করে তারাই যদি রাজনীতিবিদ হতে চান, তারাই যদি দেশ পরিচালনার দায়িত্ব স্থায়ীভাবে নিতে চান তাহলে সেটি সম্ভব হবে না। যেমনভাবে সম্ভব হয়নি এক/এগারোর সময়।
দেশের পরিস্থিতি ভালো না। সুশীলদের থিংকট্যাংক সিপিডি গত বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক কর্মকাে র সমালোচনা করেছেন। সিপিডি বলেছে, ব্যবসা-বাণিজ্যে স্বস্তি আনার পদক্ষেপ নেই সরকারের। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন, পুলিশের উদ্যোগ নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। চারপাশে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। এ থেকে উত্তরণের উপায় রাজনৈতিক নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া। কারণ যার যে কাজ তাকে সেটাই করতে দেওয়া উচিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের। প্রাণবন্ত জাতীয় সংসদ বাংলাদেশের বিভিন্ন সংস্কারের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করবে। জনগণই হলো এই দেশের ক্ষমতার মালিক। কাজেই জনগণই ঠিক করবে এই দেশে কোন সংস্কার হবে, কোন সংস্কার হবে না। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে পরিণতি কী হয় তা নিশ্চয় সুশীলরা ভালোভাবেই জানেন এবং বোঝেন। আর সে কারণেই সুশীলরা আবারও ব্যর্থ হওয়ার আগেই তাদের আত্ম উপলব্ধি ঘটবে- এটাই সবাই প্রত্যাশা করে। বিএনপি হ অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার আগেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আনুষ্ঠানিক ঘোষণাই এখন সবচেয়ে বড় কাজ। তা না হলে আন্দোলনের চাপে এই অন্তর্বর্তীকালীন সরকার পিষ্ট হতে বাধ্য।
লেখক : নাট্যকার ও কলাম লেখক
ইমেইল: [email protected]
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
আরআইএস