ঢাকা: বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) শীর্ষ নেতারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন পাভেল, কোয়াবের সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী (চঞ্চল), সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন মাসুদ, যুগ্ম সম্পাদক (প্রশাসন), মোহাম্মদ লুৎফর রহমান নাসিম এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরআইএস