ঢাকা: প্রায় ৪০০ জন বিক্রয় প্রতিনিধির অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা হাইজিন ‘বার্ষিক সেলস মিট-২০২৫’। ১৯-২০ ফেব্রুয়ারি কক্সবাজারের ‘হোটেল দ্য কক্স টুডে’-তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইউনাইট, পারফর্ম, সাকসিড’; যার মাধ্যমে কম্পানির কর্মীদের একতা, পারফরম্যান্স ও সাফল্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সিএসও মো. মাসুদুর রহমান, সিএফও কামরুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আবুল হাসানসহ বসুন্ধরা হাইজিনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রায় ৪০০ জন বিক্রয় প্রতিনিধি।
সেলস মিট-২০২৫ এ অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নতুন ব্যবসায়িক কৌশল নির্ধারণের পাশাপাশি সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি একটি গালা ডিনারের মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
বসুন্ধরা হাইজিনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে কর্মীদের উৎসাহ দান, বিক্রয় বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআইএস