ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কৃষি

মাগুরায় কৃষকদের বিনার প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
মাগুরায় কৃষকদের বিনার প্রশিক্ষণ

মাগুরা: মাগুরায় তেল ও ডাল জাতীয় ফসলের সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা এবং বোরো ধান চাষাবাদ কলাকৌশল বিষয়ে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা মাগুরা উপকেন্দ্রের মিলনায়তনে কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

 

বিনা মাগুরা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামানসহ অন্যরা।  

অনুষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ বর্তমান কৃষি অর্থনীতির বিকাশে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে তেল ও ডাল জাতীয় ফসল সংগ্রহে সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।