গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষক সমাবেশ ও সমলয়ে চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশীবাড়ী গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে খামারবাড়ী ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, খামারবাড়ী গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়, ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সদানন্দ গাঙ্গুলী, কৃষক মহিউদ্দিন খন্দকার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কৃষিবান্ধব সরকার ভিশন বাস্তবায়নে সারের সংকট মোকাবিলা করে কৃষকের দোরগোড়ায় সার, বীজ পৌঁছে দিচ্ছে। এ সময় জমিতে রাসায়নিক সারের পাশাপাশি বেঙ্গল মিশ্র সার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআইএস