ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

বাংলাদেশে কৃষির উন্নয়নে জার্মানি ও কানাডার আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
বাংলাদেশে কৃষির উন্নয়নে জার্মানি ও কানাডার আশ্বাস

ঢাকা: জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।  

শুক্রবার (২০ জানুয়ারি) বার্লিনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারসহ কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা৷ 

শনিবার (২১ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে এক বৈঠকে কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ বাংলাদেশের কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার, বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপন, বৈশ্বিক উত্তম কৃষি চর্চা কর্মকাণ্ড বাস্তবায়ন (গ্লোবাল গ্যাপ), কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ও শিগগিরই বাংলাদেশে এসব বিষয়ে পাইলট কর্মসূচি গ্রহণ করবেন।  

বৈঠকে জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্সের চেয়ারপার্সন জুলিয়া হার্নাল, ব্যবস্থাপনা পরিচালক এলিনা গামপার্ট, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মুয়েলারসহ শীর্ষস্থানীয় জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।  

বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম।

পরে ড. রাজ্জাক কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউর সঙ্গে বৈঠক করেন।   বৈঠকে কানাডার সাচকেচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির সঙ্গে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়।  

এ সময় ঢাকায় বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো সেন্টার স্থাপনের জন্য ২২ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কানাডার কৃষিমন্ত্রীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান ড. রাজ্জাক।

কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ জানান, উক্ত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন। এছাড়া তিনি বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি, কৃষি প্রক্রিয়াকরণ, শিল্পে বিনিয়োগসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮, জানুয়ারি ২১, ২০২৩
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।