ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

শিবগঞ্জে কৃষকের ১০০ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
শিবগঞ্জে কৃষকের ১০০ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আধারে এক কৃষকের এক বিঘা জমির ১০০টি মেহগনির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটানো হলেও পরদিন সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে জমিতে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক।

ঘটনাটি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজাবিঘী গ্রামের।  

ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামপুর ইউনিয়নের শরৎনগর মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মেহেদী হাসান।

তিনি বলেন, গত পাঁচ বছর আগে নিজের এক বিঘা জমিতে প্রায় ১০০ মেহগনির গাছের চারা লাগিয়েছিলাম। আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এ ক্ষতি করেছে, তাদের বিচার চাই।  

স্থানীয়রা বলছে, রাতের অন্ধকারে কে বা কারা মেহেদী হাসানের গাছগুলো কেটে দিয়েছে। তবে এমন শত্রুতা করা মোটেই উচিত হয়নি।

শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের জানান, শত্রুতাবসত ঘটনা ঘটিয়েছে। এতে ওই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।