ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মাগুরায় ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
মাগুরায় ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু মাগুরায় ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু-ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার (০১ মার্চ) মাগুরা কালেক্টরেট মাঠে সমন্বিত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।  

এ উপলক্ষে সকাল ১১টার দিকে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।   র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

এসময় বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, আবু নাসির বাবলু ও বাসুদেব কুণ্ডু প্রমুখ।

মেলায় ২০টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। মেলা শেষ হবে ৫ মার্চ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।