মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০৮টিও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল (হাইব্রিড), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকুল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৮২টি অন্যান্য প্রযুক্তিসহ এ যাবৎ ৯০০টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক, বাংলাদেশ কৃষি সম্প্রারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুল আজিজ প্রমুখ।
বারির প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী জানান, দুইদিন ব্যাপী এ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদফতর, নার্সভ’ক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি, কৃষি বিশ্ববিদ্যালয়, এনজিও এবং কৃষি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানীরা ও কৃষক প্রতিনিধিসহ প্রায় ২০০ জন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরএস/জিপি