সঠিক পদ্ধতিতে চাষ করতে পারলে জাত দু’টি থেকে হেক্টর প্রতি সাড়ে ৮ থেকে ৯ টনের বেশি ফলন পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্রি’র বিজ্ঞানীরা।
কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে মঙ্গলবার (০৯ অক্টোবর) জাতীয় বীজ বোর্ডের সভায় এই জাত দু’টির অনুমোদন দেওয়া হয়েছে।
উদ্ভাবিত জাত দু’টি নিয়ে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বাংলানিউজকে বলেন, ‘ নতুন উদ্ভাবিত ব্রি ধান-৮৮ এর ফলন ব্রি ধান ২৮ এর চেয়ে আধা টন বেশি হবে। এবং ব্রি-৮৯ এর ফলন ৯ টন। যা ব্রি-২৯ এর চেয়ে এক টন বেশি। তবে এলাকা ভেদে জাতটির ফলন সাড়ে ৮ টন পর্যন্ত হতে পারে।
সারাদেশেই চাষযোগ্য নতুন এ জাত দু’টির রোগ বালাইয়ের প্রকোপ কম। বোরো মৌসুমে অন্য জাতের চেয়ে উদ্ভাবিত জাতের ফলন বেশি বলে খুব দ্রুতই বাংলাদেশের ধান চাষে বিপ্লবের আশা করছেন ব্রি’র বিজ্ঞানীরা।
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএটি