ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

কৃষি

ফুলগাজীতে ৪৯৫ কৃষকের মধ্যে প্রণোদনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
ফুলগাজীতে ৪৯৫ কৃষকের মধ্যে প্রণোদনা

ফেনী: ২০২০-২১ রবি মৌসুমে ৪৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়েছে ফেনীর ফুলগাজী উপজেলা কৃষি বিভাগ।  

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকারে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

এসব বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হারুন মিয়া ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম ভূঁইয়া প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।