ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

হোসেনপুরে নতুন জাতের ‘ব্রি-ধান-৮৪’এর বাম্পার ফলন 

নজরুল ইসলাম খায়রুল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
হোসেনপুরে নতুন জাতের ‘ব্রি-ধান-৮৪’এর বাম্পার ফলন  মাঠ ভরা পাকা ধান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বোরো ফসলের জন্য কৃষক পর্যায়ে নতুন জাতের ‘ব্রি-ধান-৮৪’ আবাদ করা হয়েছে। এ ধানের ফলনও হয়েছে ভালো।

নতুন জাতের ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরাও মহা খুশি।

এ বছর উপজেলায় নতুন জাতের ধানের আশানুরূপ ফলন হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এতে অধিক লাভবান হবেন কৃষক।  

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধূলজুরী গ্রামে নতুন জাতের বোরো ‘ব্রি-ধান-৮৪’ কৃষক পর্যায়ে উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে ধূলজুরী গ্রামের কৃষক মো. মুজিবুব রহমানের ৫ একর জমিতে নতুন জাতের ‘ব্রি-ধান-৮৪’ রোপণ করা হয়। এ ধানের গাছের গড় উচ্চতা ৯৬ সেন্টিমিটার এবং জীবন কাল ১৪০ দিন। কৃষক পর্যায়ে এ ধানের ফলনও ভালো হয়েছে।  

উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উন্নত মানের মাঠ প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়।
                                                                                                                    
আড়াইবাড়িয়া ইউনিয়নের ধূলজুরী ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া নাজনীন বাংলানিউজকে জানান, মাঠ পর্যায়ে নতুন ধানের জাত উৎপাদনে কৃষকদের নিয়মিত সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে।  

এ প্রসঙ্গে কৃষক মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, নতুন জাতের ধানের ফলন ভালো হয়েছে। এ ধানের আবাদ করে খুবই আনন্দিত ও লাভবান হওয়ার স্বপ্ন দেখছি।  

ব্রি-ধান- ২৮ এর মতো উচ্চ মাত্রার জিংক ও আয়রন ও প্রোটিন সমৃদ্ধ এ নতুন জাতের ‘ব্রি-ধান-৮৪’ ধানের ভাত ও পোলাও বেশ সু-স্বাদু। উৎপাদনের উদ্দেশ্য হলো কৃষক পর্যায়ে ধান উৎপাদন  করে বীজ সংরক্ষণ ও নিজের জন্য ব্যবহার এবং পার্শ্ববর্তী কৃষকদের মধ্যে বিক্রি করে জাত সম্প্রসারণ করা। এমনটাই বলছেন কৃষি কর্মকর্তা।  

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, এ নতুন জাতের ধান উৎপাদনে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, হেক্টর প্রতি এ নতুন ধানের ফলন ৬.৫ মেট্রিক টন হবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আরএ     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।