ব্রাহ্মণবাড়িয়া: নদ-নদীর পানি বাড়ায় হাওর বেষ্টিত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানি জমি ডুবতে শুরু করেছে।
পানিতে এ পর্যন্ত প্রায় ৫০ বিঘা ধানি জমি তলিয়ে গেছে।
কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের নদ-নদীতে পানি বাড়ায় নাসিরনগরের বিভিন্ন হাওর ও নদীতে পানি বেড়ে যায়। উপজেলার নাসিরপুর ও গোয়ালনগরে নদীর তীর ঘেঁষা নিচু জমিতে লাগনো ধান পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে পানিতে।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক জানান, নদীর তীরবর্তী নিচু জমিগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ধান নষ্ট হয়েছে। উঁচু জমিগুলোতে পানি আসেনি। তবে পানি কমতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
এসআই