দুবাই: উম্ম আল- কুয়াইম প্রদেশের বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে নয়টি দল এতে অংশ নিচ্ছে।
শুক্রবার স্থানীয় আল-আরব স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল জেনারেল ড. মুহাম্মুদুল হক।
এ সময় আব্দুল হাই চৌধুরী, এনামুল হক, জাকের হোসেন, ক্যাপ্টেন আলী আহাদসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসে ক্রীড়াপ্রেমীদের চাঙা রাখতে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় করে আয়োজন করার ঘোষণা দেন তারা।
উদ্বোধনীতে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে আবুধাবী মোসাফফাহ প্রবাসী ক্রীড়া সংঘ বনাম উম্ম –আল- কুয়াইম বয়েজ ক্লাবের মধ্যে গোলশুন্য ড্র হয়।
দ্বিতীয় ম্যাচে জয় বাংলা একাদশ ২-১ গোলে শাফলা একাদশকে পরাজিত করে।
টুর্নামেন্টে প্রতি শুক্রবার বিকেলে দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪