ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ঈদ-উল আযহা ৪ অক্টোবর

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
আমিরাতে ঈদ-উল আযহা ৪ অক্টোবর

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হবে ৪ অক্টোবর। আমিরাতে মূলত সৌদিআরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপন করা হয়।



পবিত্র ঈদ-উল আযহায় বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনদিন ও সরকারি কর্মচারীদের জন্য চারদিন ছুটি ঘোষণা করা হয়।   

সংযুক্ত আরব আমিরাত শ্রম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রী এবং সরকার মানব সম্পদ ফেডারেল কর্তৃপক্ষ সব সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য পবিত্র ঈদ-উল আযহার ছুটির দিন ঘোষণা করেছেন।

শিক্ষা মন্ত্রী এবং সরকারের মানব সম্পদ ফেডারেল কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল. হুসেন ইব্রাহিম আল হাম্মাদি বলেন, ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সকল সরকারি অফিস ও মন্ত্রণালয় বন্ধ থাকবে।   ৭ অক্টোবর থেকে অফিস আদালতের কার্যক্রম শুরু হবে।

আমিরাতের শ্রম মন্ত্রী শাকর বিন ঘোবাস বলেন, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বেসরকারি খাতের কর্মীদের ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ