দুবাই: শনিবার সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তাই আমিরাতের আটটি বিভাগ জুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করেছে আমিরাত সরকার।
আবুধাবী: ৬.৩১ (এএম) দুবাই : ৬:৩৫ (এএম) আল আইন : ৬:২৮ (এএম) শারজাহ : ৬.৩২ (এএম) আজমান : ৬.২৭ (এএম) ফুজাইরাহ : ৬.২৫ (এএম) উম্মে আল কুইন : ৬.৩৫ (এএম) ও রাস আল খাইমা : ৬.২৭ (এএম)।
আমিরাতের শাসকদের ঈদ জামাতের স্থানের নাম:
দুবাই শাসক: সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তউম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন দুবাই নগরীর যাবীল শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুম মসজিদে।
আবুধাবি শাসক: আবুধাবি এর ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ঈদের নামাজ আদায় করবেন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে।
ফুজাইরাহ শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, মাননীয় শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি ঈদের নামাজ আদায় করবেন ফুজাইরাহ গ্র্যান্ড মসজিদে।
শারজাহ শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, ডঃ শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি ঈদের নামাজ আদায় করবেন শারজাহ আল বাদী মসজিদে।
আজমান শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি ঈদের নামাজ আদায় করবেন আজমান শেখ রশিদ বিন হুমাইদ আল নুয়াইমি মসজিদে।
রস আল খাইমাহ শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, মাননীয় শেখ সৌদ বিন সাকার আল কাসিমি ঈদের নামাজ আদায় করবেন খুযাম গ্র্যান্ড মসজিদে।
উম্ম আল কায়ওয়েন: সুপ্রিম কাউন্সিল সদস্য, মাননীয় শেখ সৌদ বিন রশিদ আল মুয়াল্লাহ ঈদের নামাজ আদায় করবেন উম্ম আল কায়ওয়েন শেখ জায়েদ মসজিদে।
এবং আল আইনে আবু ধাবির রুলেরস প্রতিনিধি শেখ তাহ্নউন বিন মোহাম্মদ আল নাহিয়ান, আল আইন আল নূর মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, অক্টোবর ০৩, ২০১৪