ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে ঈদুল-আজহার নামাজ আদায়

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, অক্টোবর ৪, ২০১৪
দুবাইয়ে ঈদুল-আজহার নামাজ আদায়

দুবাই: দুবাইয়ে পবিত্র ঈদুল-আজহার নামাজ শেষ হয়েছে। সকাল ৬টা ৩৫ মিনিটে দুবাই ঈদগাহ ময়দানে আদায় হয় পবিত্র ঈদুল-আজহার নামাজ।



ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে  মুখরিত হয়ে ওঠে দুবাই নগরী।

সূর্য ওঠার আগেই বিশাল দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এছাড়া দুবাইয়ের দেরা বাংলাবাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদে ঈদের জামায়াত শেষ হয় একই সময়।   অন্য দেশের নাগরিকদের থেকে সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় ।

জামায়াত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জামায়াতের পর শুরু হয় কোলাকুলি। তার পরই সবাই চলে যায় কোরবানির পশু জবাই করতে কিছু নির্দিষ্ট জায়গায়।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ