ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০২, অক্টোবর ৫, ২০১৪
আমিরাতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: বর্ষ পরিক্রমায় পার হয়ে গেল আরেকটি ঈদ। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাততে বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করলেন লাখ লাখ বাংলাদেশি মুসলমান।



বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি না থাকলেও সবার সাধ্য মতো চেষ্টা একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখার।

বিশেষ করে যারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন তারা কোরবানি দেওয়ার উদ্দেশে কিনেছেন গরু কিংবা ছাগল।

তাছাড়া যেসব বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ থেকে ২০ জন শ্রমিক রয়েছেন সেসব প্রতিষ্ঠানের মালিকদের পক্ষ থেকেও কেনা হয়েছে কোরবানির পশু। মালিকদের এমন আয়োজনে বেশ খুশি শ্রমিকরাও।

উল্লেখ্য, এবার আমিরাতে আরবদের পর বাংলাদেশিরাই কোরবানির পশু বেশি জবাই দিয়েছেন।

এদিকে এদিন বিকেলের পর থেকে আমিরাতের বিভাগের বুরুজ খলিফা, দুবাই মল, মামযার পার্ক, ক্রিক পার্ক, জুমেরা বিচ, শেখ জায়েদ মসজিদ, দুবাই মেরিনা, দুবাই অ্যাটলান্টিক (পাম জুমেরা), আব্রা পার্ক, আজমান বিচ, ফুজিরাহ বিচসহ বিভিন্ন দর্শনীয় স্থানে লাখো মানুষ ভ্রমণও করেন।  

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ