দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আল-আইনে সনাতন ধর্মের মানুষের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।
শনিবার এ উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
আল-আইন শ্রী শ্রী লোকানাথ মন্দির দূর্গা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসবে আমিরাতের দুবাই ,আজমান, আবুধাবি, সারজা প্রদেশ থেকে হিন্দুধর্মালম্বী প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।
শ্রী শ্রী দূর্গা ষষ্ঠী, সপ্তমী, মহাঅষ্টমী নবমী ও দশমী পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপন করা হয় এখানে।
দুর্গোৎসবে বক্তব্য রাখেন উদযাপন কমিটির সভাপতি প্রদীপ ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক কিশোর চক্রবত্তী রনি, সহ-সভাপতি উত্তম হাওলাদার, দীপু সাহা, বিপ্লব চৌধুরী, মিহির শর্মা, সুদিও শর্মা, রাজু শীলসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪