ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, অক্টোবর ৮, ২০১৪
দুবাইয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: হজ, তাবলিগ জামাত ও প্রবাসীদের সম্পর্কে কটূক্তি করায় মন্ত্রী আবদুল লতিফের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

বিএনপি’র দুবাই শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকের সভাপতিত্বে দুবাই ল্যান্ডমার্ক হোটেল হল রুমে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



আবু বক্কর সোহেল ও ইমরান হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আরব আমিরাত বিএনপির সভাপতি প্রকৌশলী রফিক সিকদার, মহাসচিব মোস্তাফা মাহমুদ, আবুধাবী বিএনপির সভাপতি দিদারুল আলম, সারজা বিএনপির সভাপতি মেহেদী হাসান, দুবাই বিএনপি নেতা মাহাবুবুল আলম, জিয়া ফাউন্ডেশনের সভাপতি শেখ শহিদুল হক, জয়নাল আবেদিন, নাজিম উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে লতিফকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, অন্যথায় দেশের ধর্মপ্রাণ মানুষ তাকে ক্ষমা করবে না।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ