দুবাই: সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশটির ৪৩তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।
১৯৭১ সালের এই দিনে ব্রিটিশ সাম্রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা লাভ করে।
আমিরাতের স্বাধীনতা দিবস উপলক্ষে আবুধাবি, দুবাই, শারজাহ্, রাস-আল-খাইমা, ফুজিরাহ, আল-আইনে সাজানো হয়েছে ভিন্নরূপে।
আরবের অধিবাসীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও আমিরাতের শেখদের ছবি ও পতাকা দিয়ে নিজেদের গাড়ি সাজিয়ে শোভাযাত্রা করেছেন।
বেলুন আর পতাকা দিয়ে অপূর্ব সাজে সাজানো হয়েছে আমিরাতের বড় বড় শপিং মল, প্রধান প্রধান সড়ক, সুউচ্চ বিল্ডিং, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
স্বাধীনতার পর মরহুম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে দেশটির ব্যাপক উন্নয়ন হয়। স্বাধীনতা লাভের পর মাত্র কয়েক দশকের মধ্যেই মরুভূমিকে তিনি রূপ দিয়েছেন সবুজের আঙ্গিনায় অট্টালিকায় সাজানো এক স্বপ্নের রাজ্যে।
প্রবাসীদের সবসময়ই সহায়তা যুগিয়েছেন তিনি। যেন দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের সুবিধাও ছিল তার স্বপ্ন। এজন্য যখনই শেখ জায়েদ প্রসঙ্গ আসে, তখন প্রবাসীদের চোখেও শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বেসরকারি একদিন ও সরকারিভাবে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪