ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবী দূতাবাসে বিজয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
আবুধাবী দূতাবাসে বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।



মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুধাবীতে নিযুক্ত  বাংলাদেশের রাষ্ট্রদুত ড.মোহাম্মদ ইমরান।

আলোচনা সভায়  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের কাউন্সিলার শাহাদাত হোসেন, লেবার কাউন্সিলার লতিফুল হক কাজেমী ও শ্রম সচীব মোকশেদ আলী।

ক্ষুধা, দারিদ্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন ব্ঙ্গবন্ধু পরিষদের  ইমরাদ হোসেন ইমু, নাসির উদ্দিন তালুকদার, যুবলীগের তহিদুল ইসলাম ফিরোজ, জনতা ব্যাংকের সিইও ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের রুহুল আমিন প্রমুখ।  

সভায় বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণে মোনাজাত করা হয়।

বাংরাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ