ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আরব-আমিরাত

আমিরাতে রাস আল খাইমা স্কুলে বিজয় মেলা শুক্রবার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, ডিসেম্বর ২৩, ২০১৪
আমিরাতে রাস আল খাইমা স্কুলে বিজয় মেলা শুক্রবার

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৪।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ বিজয় মেলা অনুষ্ঠিত হবে।



রাস আল খাইমা বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং রাস আল খাইমা ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে থাকবেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনালের মাসুদুর রহমান।

রাস আল খাইমা ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও দেশি এবং প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লাকি কুপন ড্র হবে। এরপর বিজয়ীদের স্কুলের সাহায্যার্থে ১০টি পুরস্কার দেওয়া হবে বলে বাংলানিউজকে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ