ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

বইমেলায় আসছে ‘আমিরাতের পথে-ঘাটে’

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বইমেলায় আসছে ‘আমিরাতের পথে-ঘাটে’

দুবাই: ২০১৫ সালের একুশে বইমেলায় আসছে সাংবাদিক কামরুল হাসান জনি ও লুৎফুর রহমানের যৌথ ভ্রমণগ্রন্থ 'আমিরাতের পথে-ঘাটে'।

বইটি প্রকাশে পৃষ্ঠপোষকতা করেছে দুবাইয়ের বাংলাদেশ সোস্যাল ক্লাব।

জয়ন্ত আহসানের প্রচ্ছদ অঙ্কনে বইটি প্রকাশ করছে ঢাকার জলছাপ প্রকাশন।

দেশের প্রথম সারির বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সময়ের ভ্রমণ বিষয়ক লেখাগুলোর সংকলন পাঠকদের দেবে ভ্রমণের অপরিমেয় আনন্দ।

ঘরে বসে আরব আমিরাতের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইসলামিক স্থাপনা ও সব ধরনের পর্যটন বিষয়কে প্রাধান্য রেখে বইটি লেখা হয়েছে বলে জানান ওই দুই লেখক।

লেখকদ্বয় বাংলানিউজকে জানান, বর্তমানে বিশ্বভ্রমণ বলতে গেলে দুবাইকে বাদ দিয়ে পূর্ণতা পায় না। গিনেজ বুকে নাম করে নিয়েছে পর্যটনের যেসব স্থাপনা তার সিংহভাগই রয়েছে এই বইয়ে। একুশে বইমেলার প্রথম দিকেই চলে ‍আসবে বইটি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ