ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে চট্টগ্রাম সমিতির গোলটেবিল বৈঠক

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, ফেব্রুয়ারি ১, ২০১৫
আমিরাতে চট্টগ্রাম সমিতির গোলটেবিল বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির অভিষেক উপলক্ষে শারজাহতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) শারজাহ বাইতি হোটেলের বলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



প্রবাসী এটিএম জাহেদ চৌধুরীর সঞ্চালনয়া বৈঠকে উপস্থিত ছিলেন, আইয়ুব আলী বাবুল, ইসমাইল গণী,  মো. সাইফুদ্দিন, প্রফেসর হাবিবুর রহমান, মো. সেলিম, ইঞ্জিনিয়ার আবু নাছের, জাকির হোসেন, মোস্তফা মাহমুদ, শিবলী আল সাদিক, আফতাব মুনির, সাইফুল ইসলাম তালুকদার, আমির হোসেন, এ কে আজাদ লালন, মো. মানসুর, মো. আজম, মফিজুর রহমান, আবু হোসেন, মীর আহাম্মদ, সাইফুদ্দিন খালেদ, শাহাবুদ্দিন, আরশাদ হোসেন, নাসির চৌধুরী প্রমুখ।

বৈঠকে আইয়ুব আলী বাবুলকে আহ্বায়ক ও এটিএম জাহেদ চৌধুরীকে সদস্য সচিব করে সমিতির কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ