ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
আমিরাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে বিশাল আয়োজনের মধ্য দিয়ে দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান সম্পন্ন হয়েছে।
 
সম্প্রতি শারজাহ ন্যাশনাল পার্কে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত মেজবানে আমিরাতে বসবাসরত বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশির সমাগম হয়।



মেজবান শেষে সংগঠনের আহ্বায়ক আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব এ.টি.এম. জাহেদের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনস্যল জেনারেল মাসুদুর রহমান, কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমদ, বাংলাদেশ বিজনেসম্যান ফোরামের সভাপতি মাহাতুবুর রহমান নাছের, ওমেন অ্যাসোসিয়েশন দুবাই ও উত্তর আমিরাতের সভানেত্রী দিলমত আরা বেগম।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ