ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে চট্টগ্রাম সমিতির দশম বর্ষপূর্তি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
আমিরাতে চট্টগ্রাম সমিতির দশম বর্ষপূর্তি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে চট্টগ্রাম সমিতির দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে  আবুধাবীর রয়েল ক্যাসেল হোটেলে এ প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



আবুধাবীতে চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক আলী রেজার সঞ্চালনা এবং সমিতির সভাপতি ন আ ম বদুরউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ইফতেখার হোসেন বাবুল, আমিরাতে বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী রফিক সিকদার, বাংলাদেশ ইসলামীয়া স্কুলের অধ্যক্ষ আনিসুল হাসান, শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান, আলম গ্রুপের পরিচালক নুরুল আলম, অধ্যাপক সবুর, হাজী মহরম আলী, আজমান কমিউনিটি নেতা সেলিম, শারজাহ কমিউনিটি নেতা এরশাদ হোসেন হিরুসহ সমিতির নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন সমিতির সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন হিরু।   এ সময় গুণী শিল্পীরা চট্টগ্রামের গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ