আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করে আমিরাত বঙ্গমাতা পরিষদ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবুধাবীর হেরিটেজ পার্কে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে দুপুরের খাওয়ার পর আমিরাত বঙ্গমাতা পরিষদের আহ্বায়ক এরশাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনিসুর রহমান মঞ্জুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আমিরাত বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ছালেহ ও প্রধানবক্তা ছিলেন আবুধাবী প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, আমিরাত বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মহিউদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন- মো. ইসমাইল, আজিজুর রহমান চৌধুরী, নুর হোসেন, মোহাম্মদ মিজান, মাঈন উদ্দিন, কামরুল হাসান রাকিব, আলা উদ্দিন সন্দীপ প্রমুখ।
সবশেষ শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমণ শেষ হয়।
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫