ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একইপরিবারের এক বাংলাদেশি নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহত ব্যক্তি কুমিল্লা চৌদ্দগ্রামের আতার আলী মজুমদারের ছেলে মোহাম্মদ শাহজাহান মজুমদার খোরশেদ (৪২)।

আহতরা হলেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার লিজি (৩০) এবং ২ মেয়ে লামিশা মজুমদার (৬) ও লামিয়া মজুমদার (৪)।
 
নিহতের নিকটতম আত্মীয় ছালেহ আহম্মেদ বাংলানিউজকে জানান,  বুধবার আসরের পর আবুধাবি আল রাবাহ থেকে গাড়ি করে সপরিবারে (৪ মার্চ) বন্ধুর বাসায় যান শাহজাহান। বাসা থেকে ফিরে আসার সময় বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২দিকে আবুধাবী শাহমা নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তার‍া।  

আহতরা আবুধাবি আল-রাহবা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, আর এই রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাহানের মরদেহ আবুধাবী শেখ খলিফা হাসপাতালে ছিলো।

এ বিষয়ে আবুধাবী দূতাবাসের লেবার কাউন্সেলর আমান উল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, এখন পর্যন্ত এই দুর্ঘটনার বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ