ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
আমিরাতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে যাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে আয়োজিত মেজবানে আরব আমিরাত শাখা আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  

সোমবার (০৯ মার্চ) দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্স্যুলেটে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষ হয়।

  

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়ায় উচ্ছ্বসিত দুবাই প্রবাসীরা কন্স্যুলেট প্রাঙ্গণে এসে কণ্ঠশিল্পী আসিফের গাওয়া গান ‘বেশ বেশ বেশ, সাবাশ  বাংলাদেশ’ সমস্বরে গাইতে থাকেন। এতে প্রবাসীদের কণ্ঠে মুখরিত হয়ে ওঠে কন্স্যুলেট প্রাঙ্গণ।

তবে গান শেষ হতে না হতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও বিএনপির নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ বলে স্লোগান দিতে শুরু করেন। এতে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি এবং শেষে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে দুবাই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবুও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। পরে আমিরাত সফররত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল কন্স্যুলেট প্রাঙ্গণে আসলে বিএনপির নেতাকর্মীরা চলে যান। এতে সংঘর্ষ থেমে যায়।

তাৎক্ষণিকভাবে দুবাই বাংলাদেশ কন্স্যুলেটের কনসাল জেনারেলের অফিসে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, কনসাল জেনারেল মাসুদুর রহমান, প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমানসহ মেজবানে আসা দুবাই, আবুধাবি, রাস-আল-খাইমা, শারজাহ, আল-আইনসহ আমিরাতের সব বিভাগীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ