আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
গত ১৭ মার্চ আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু ও আমিরাত বঙ্গমাতা কেন্দ্রীয় পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আবুধাবির সেন্ট মেরিন হোটেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস এম রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ ইসলামিয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।
আমিরাত বঙ্গমাতা কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর কবীর বাপ্পি, আমিরাত বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বেলায়েত হসেন হিরো ও আবুধাবি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।
এতে বক্তব্য রাখেন, মাঈন উদ্দীন সন্দিপী, প্রজন্ম বঙ্গবন্ধুর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, বঙ্গমাতা পরিষদের সদস্য সচিব কে এম আনিসুর রহমান মঞ্জু, নুর হোসেন , মোহাম্মদ কাইউম উদ্দীন করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫