ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবি দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
আবুধাবি দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর দূতাবাস মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



ওসমান গণির পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান।

দূতাবাসের আলোচনা সভায় রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের রাজনৈতিক সচিব সাহাদাৎ হোসেন, শ্রম সচিব আরমান উল্লাহ চৌধুরী, প্রথম সচিব জসিম উদ্দিন, শ্রম উইং শ্রচিব ড. মোকছেদ আলী।

সভায় আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, প্রকৌশলী আশিষ বড়ুয়া, আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, খালেদ ইয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

দূতাবাসের উদ্যোগে আবুধাবি বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ