আবুধাবি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর দূতাবাস মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওসমান গণির পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান।
দূতাবাসের আলোচনা সভায় রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের রাজনৈতিক সচিব সাহাদাৎ হোসেন, শ্রম সচিব আরমান উল্লাহ চৌধুরী, প্রথম সচিব জসিম উদ্দিন, শ্রম উইং শ্রচিব ড. মোকছেদ আলী।
সভায় আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, প্রকৌশলী আশিষ বড়ুয়া, আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, খালেদ ইয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দূতাবাসের উদ্যোগে আবুধাবি বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫