ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

স্বাধীনতা দিবসে দুবাই আ’লীগের আলোচনা সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
স্বাধীনতা দিবসে দুবাই আ’লীগের আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুবাই আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে দুবাই ব্লু  স্কাই হোটেল হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি সফিকুল ইসলাম।  

সভায় সংবর্ধিত অতিথি ছিলেন লন্ডন আওয়ামী লীগ ও সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিল্লু।  

দুবাই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার মহুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর।  

প্রধান বক্তা ছিলেন আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাজী মনির। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গমাতা পরিষদ আমিরাতের আহ্বায়ক আলী হাসান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইকবাল বকুল, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান চুন্নু, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার চৌং, সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, আজমান আওয়ামী লীগের সভাপতি এম এ জহির, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রধান উপদেষ্টা মাসুক উদ্দিন ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমেদ রুমেল।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ