ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

শারজাহ’তে স্বাধীনতা দিবস উদযাপন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৮, মার্চ ৩০, ২০১৫
শারজাহ’তে স্বাধীনতা দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শারজাহ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবু তাহের ভুইঞার সঞ্চালনায় আল বাইতি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- শারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর।

 

সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কন্স্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের লেবার কাউন্সিলর এ এস এম জাকির হোসেন।   বিশেষ অতিথি ছিলেন- ভাইস কনসাল কৃতী চাকমা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর, আমির হোসেন, নূরুল ইসরাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউছুপ মিয়া, আরশাদ হোসেন হীরু, মোহাম্মদ বেলাল, প্রকৌশলী রাসেল আহমদ প্রমুখ।

পরে, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রযোজনায় শৈবাল বড়ুয়া রচনা ও নির্দেশনায় সুমন দেব নাথ নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতা ও আমাদের অর্জন’ প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ