ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

‘আমিরাতের পথে-ঘাটে’ বইয়ের মোড়ক উন্মোচন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
‘আমিরাতের পথে-ঘাটে’ বইয়ের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে দুবাই বাংলাদেশ সোস্যাল ক্লাবের আয়োজনে লুৎফুর রহমান ও কামরুল হাসান জনি রচিত ভ্রমণগ্রন্থ ‘আমিরাতের পথে-ঘাটে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
 
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দুবাইয়ের ক্রীক পার্কে বইটির মোড়ক উন্মোচন করেন শারজাহ ইসলামিক ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল করিম।



বাংলাদেশ সোস্যাল ক্লাবের সভাপতি নওশের আলীর সঞ্চালনায় ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী ও ক্যাপ্টেন আবু আহাদ।

এ সময় বাংলাদেশ সোস্যাল ক্লাবের সব কর্মকর্তা, তাদের পরিবার, সন্তান, লেখক লুৎফুর রহমান ও কামরুল হাসান জনিসহ শতাধিক বাঙালি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫ 
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ